OxygenOS 11.2.4.4 সাথে নিয়ে এলো OnePlus 9R ফোন।

OnePlus 9R
OnePlus 9R

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Oneplus ও পিছিয়ে নেই Oneplus  সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Oppo, Xiaomi, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে।OnePlus 9R একটি ভার্সন বাংলাদেশ বাজারে  চলে আসছে 8 GB 256 GB এবং সেই সঙ্গে দুইটি বিভিন্ন রঙে(Colour) আসতে চলেছে।

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় Oneplus মোবাইল ফোন।এতে রয়েছে 8 GB RAM এবং ইনবিল্ড 256 GB ইন্টারন্যাল স্টোরেজ।OnePlus 9R বাংলাদেশ দাম 34,000 টাকা।

OnePlus 9R ফোনে আছে 6.55 ইঞ্চির  TFT IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে । 120 হার্টজ রিফ্রেশ রেট। 

আবারOnePlus 9R ফোনে  বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ফেস আনলক ও  ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে ।

OnePlus 9R ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে OxygenOS 11 কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য,

OnePlus 9R ফোনের পেছনে থাকছে 3টি ক্যামেরা ।48 মেগাপিক্সেল এর সনি আইএমএক্স 586 সেন্সর থাকবে যার অ্যাপাচার/1.7, 16 মেগাপিক্সেল এর আল্ট্রা ওয়াইড ক্যামেরা থাকবে যার অ্যাপাচার/2.22 ম্যাক্রো লেন্স থাকছে 5মেগাপিক্সেল এর এবং 2 মেগাপিক্সেল

এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি 16মেগাপিক্সেল এর সনি আইএমএক্স 471 যার অ্যাপাচার 2.4 ফ্রন্ট ফেসিং ক্যামেরা ।

OnePlus 9Rফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য স্ন্যাপড্রাগণ 870 এনহান্ডাড ভার্সন প্রসেসর থাকছে।

OnePlus 9R স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4500 এমএএইচ ব্যাটারি এবং 65 ওয়াট ফাস্ট চার্জার।

OnePlus 9R স্মার্টফোনটি তিনটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে 128GB 8GB RAM,256GB 8GB RAM,256GB 12GB পর্যন্ত থাকছে। 

OnePlus 9R Carbon Black, Lake Blue কালারে পাওয়া যাবে। 

OnePlus 9R স্মার্টফোনের ওজন 189 গ্রাম।

Leave a Comment