জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করবো কিভাবে?
জন্ম সনদ ডাউনলোড করার জন্য, প্রথমে everify.bdris.gov.bd ওয়েবসাইটে ভিজিট করুন। এবার আপনার ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর লিখে, YYYY-MM-DD ফরম্যাটে জন্ম তারিখ লিখুন। সর্বশেষ, ক্যাপচা পূরণ করে Search বাটনে ক্লিক করুন। তারপর আপনার জন্ম নিবন্ধনের তথ্য পেজ আসলে কি-বোর্ড থেকে Ctrl +P একসাথে চেপে PDF কপি ডাউনলোড করে নিন।
ইউনিয়ন পরিষদ জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করতে আপনার প্রয়োজন হবে-
- একটি স্মার্টফোন কিংবা কম্পিউটার।
- ইন্টারনেট কানেকশন ও একটি ওয়েব ব্রাউজার।
- জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নম্বর।
- জন্ম তারিখ।
জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম
জন্ম নিবন্ধন অনলাইন কপি ডাউনলোড করার জন্য আপনারা সর্বপ্রথমে জন্ম নিবন্ধনের তথ্য অনুসন্ধান লিখে গুগলে সার্চ করুন। আবার আপনারা চাইলে বার্থ সার্টিফিকেট থেকে ইংরেজিতে সার্চ করলে আপনাদের সামনে সর্ব প্রথমে যে ওয়েবসাইট রয়েছে সেখানে প্রবেশ করবেন। সেখানে প্রবেশ করার পর আপনারা দেখতে পারবেন তিনটি ফাঁকা ঘর রয়েছে।
১৬ ডিজিটের জন্ম নিবন্ধন হলে তা অনলাইনে পাওয়া যাবে না। এক্ষেত্রে শেষ ৫ ডিজিটের আগে একটি শুন্য যোগ করে ১৭ ডিজিট করতে পারেন। শুধুমাত্র ১৭ ডিজিটের জন্ম নিবন্ধন নম্বর ও জন্ম তারিখ দিয়েই জন্ম নিবন্ধন সনদ অনলাইন কপি ডাউনলোড করা যাবে।
অনলাইন জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার নিয়ম
- জন্ম নিবন্ধন সনদ ডাউনলোড করার জন্য everify.bdris.gov.bd এই লিংকে প্রবেশ করুন;
- জন্ম নিবন্ধনের ১৭ ডিজিট নম্বরটি লিখুন;
- জন্ম তারিখ YYYY-MM-DD এই ফরম্যাটে লিখুন;
- ক্যাপচা (গানিতিক সমস্যা) পূরন করে সার্চ বাটনে ক্লিক করুন;