অল্প দামে 24GB র‍্যাম Oppo A2 নয়া লুকে

Highlights

  1. OPPO A2 MediaTek Dimensity 6020 প্রসেসর
  2. OPPO A2 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর।
  3. 6.72 ইঞ্চির এইচডি+ ডিসপ্লে রয়েছে।

OPPO A2 অফিসিয়াল ফোনটি গ্লোবাল মার্কেটে পেশ করা হল। বহুল আলোচিত নয়া স্মার্ট ফোন অন্যতম বৈশিষ্ট্য ২৪ জিবি র‍্যাম এবং ৫১২ জিবি পর্যন্ত বিশাল ইন্টারনাল স্টোরেজ সহ MediaTek Dimensity 6020 প্রসেসর OPPO A38। ডিজাইন দেখলে মুগ্ধ হবেন, ক্যামেরায় সবার সেরা Vivo X 100

ওপ্পো (Oppo) তাদের নয়া সিরিজ A2 ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Oppo A2 ফ্ল্যাগশিপ স্মার্টফোন। OPPO A2 ডিভাইসটির ট্রেনিং মেটিরিয়াল অনলাইনে ফাঁস হয়েছে। স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ সেগমেন্টে বের করা হয়েছে। OPPO A2 সিরিজ সম্পূর্ণ নতুন ডিজাইন এবং কালার বিকল্পে লঞ্চ হবে। 

OPPO A2 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: OPPO A2 ফোনে 6.72-ইঞ্চির এইচডি+ আইপিএস ডিসপ্লে এর সাথে আসবে। এটি 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। যে Samsung Galaxy 22টি স্মার্টফোনে আসছে Android 14 আপডেট

ক্যামেরা: OPPO A2 ফটোগ্রাফির জন্য, এর পিছনে এফ/১.৮ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৭৭ ডিগ্রি ফিল্ড অফ ভিউ সহ, এফ/২.৪ অ্যাপারচার সহ একটি ২ মেগাপিক্সেলের সেন্সর বর্তমান। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

প্রসেসর: আবার OPPO A2 ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6020 ব্যবহার করা হয়েছে। 

ব্যাটারি: OPPO A2 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 33W ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট করবে। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

ওএস: OPPO A2 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং সিস্টেম রান করবে।

স্টোরেজ: OPPO A2 ফোনটি12GB RAM এবং 256GB স্টোরেজ রয়েছে। RAM বাড়ানোর জন্য এই ফোনে 4GB extended RAM ফিচার রয়েছে ভার্চুয়াল র‍্যাম ফিচার ব্যবহার করে ওপ্পো এ২-এর মেমরি ২৪ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। হ্যান্ডসেটিতে ৫১২ জিবি পর্যন্ত ইউএফএস ২.২ স্টোরেজ পাওয়া যাবে

Leave a Comment