বাজারে এলো নজর কাড়া লুক ও আকর্ষণীয় ফিচার্স নিয়ে OPPO A38। অপ্পো A38 বাংলাদেশে দাম কত

অপ্পো কোম্পানি সম্প্রতি বাজারে তাদের নতুন ফোন Oppo a38 লঞ্চ করেছে। ফোনটিতে থাকছে আকর্ষণীয় লুক ও অবিশ্বাস্য সব ফিচারস। ফোনটির দাম একেবারে আপনার হাতের নাগালে। Oppo কোম্পানি তাদেরই নতুন ফোনের দাম বরাদ্দ করেছে মাত্র ১২,৯৯৯ টাকা। দাম কম হলেও ফোনটিতে রয়েছে অসাধারণ সব ফিচারস, যা মোবাইল প্রেমীদের সহজে আকৃষ্ট করবে। তাহলে চলুন একসাথে জেনে নেই Oppo A38 ফোনটি সম্পর্কে।

অপ্পো এ৩৮ ফোনটির স্পেসিফিকেশন:

oppo a38 ফোনটি আপনারা দুইটি কালার পেয়ে যাচ্ছেন, কালার দুটো হল গ্লোয়িং গোল্ড এবং গ্লোয়িং ব্ল্যাক।যা এক কথায় অসাধারন লুক দিয়েছে ফোনটিতে।এছাড়া ফোনটিতে আছে 6.56 ইঞ্চির এইচডি+ আইপিএস এলসিডি ডিসপ্লে। ফোনটির স্ক্রিনে 720 x 1612 রেজলিউশন, 90Hz রিফ্রেশরেট দেয়। এছাড়া অপ্পো এ৩৮ ফোনটিতে ফার্স্ট পারফরম্যান্সের জন্য ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি85 চিপসেট।

এছাড়া অপ্পো এ৩৮ ফোনটির স্টোরেজ হিসেবে আছে 4জিবি রেম এর সাথে ১২৮ জিবি স্টোরেজ। এবং এটাতে আলাদা করে ২৫৬ জিবি এইচডি কার্ড ব্যবহার করা যাবে। এবার আসি অপ্পো এ৩৮ ফোনটির ক্যামেরা সেটআপ এ,ফোনটিতে অসাধারণ সব ফটোগ্রাফি করার জন্য ডুয়েল ক্যামেরা ইউজ করা হয়েছে, 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর রয়েছে। এর সঙ্গে 2 মেগাপিক্সেলের পোর্ট্রেট লেন্স দেওয়া হয়েছে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 5 মেগাপিক্সেলের ক্যামেরা ।

অপ্পো এ৩৮ এর ব্যাটারি হচ্ছে দুর্দান্ত। পাওয়ার ব্যাকআপ এর জন্য ব্যবহার করা হয়েছে 5000 এম এইচ এর দুর্দান্ত ব্যাটারি। আর ফার্স্ট চার্জিং এর জন্য ব্যবহার করা হয়েছে ৩৩ ওয়াট এর একটি শক্তিশালী চার্জার। সাথে থাকছে টাইপ c কেবল। এছাড়া Oppo A38 বর্তমানে এন্ড্রয়েড ১৩ তে রান করছে। এছাড়া ফোনটি সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট। বলতে গেলে মিড রেঞ্জের ভিতর ভালো একটি ফোন।

Leave a Comment