OPPO F27 5G এর দাম এবং অফার জেনে নিন ডিটেইলস

OPPO তার F27 Series এর আওতায় Oppo F27 5G ভারতে আসতে চলেছে মনে করিয়ে দি যে এই সিরিজের F27 Pro+ ভারতে আগে থেকেই বিক্রি করা হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এ কোম্পানি ওপ্পো এফ27 5জি ফোনের লঞ্চ নিশ্চিত করেছে।

ওপ্পো তার F27 Series এর আওতায় Oppo F27 5G ভারতে আসতে চলেছে। কোম্পানি তার অফিসিয়াল X (টুইটার) প্ল্যাটফর্মে একটি পোস্ট করেছে। এই পোস্টে কোম্পানি আপকামিং ফোনের এক ঝলক দেখিয়েছে। মনে করিয়ে দি যে এই সিরিজের F27 Pro+ ভারতে আগে থেকেই বিক্রি করা হচ্ছে। ফোনটি চলতি বছরের জুন মাসে লঞ্চ করা হয়েছিল। আসুন লেটেস্ট ওপ্পো এফ27 5জি ফোনের টিজার এবং স্পেক্স সম্পর্কে জেনে নেওয়া যাক।

বিশ্বে অবস্থানে বাংলাদেশের মোবাইল ইন্টারনেটের গতি বেড়েছে

Oppo F27 5G বাজারে কবে লঞ্চ হবে 

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (টুইটার) এ কোম্পানি ওপ্পো এফ27 5জি ফোনের লঞ্চ নিশ্চিত করেছে।

তবে এখন পর্যন্ত কোম্পানির তরফে আপকামিং ফোনের লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েনি।

OPPO F27 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: OPPO F27 5G ফোনে 6.67-ইঞ্চির এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে । এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। 25,000 টাকার নিচে সেরা 5টি সেরা মোবাইল ফোন ।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,এই ফোনে ট্রিপল রেয়ার হ্যাসেলব্লাডের ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 12 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ও 12 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

প্রসেসর: আবার  Oppo F27 5G ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6300 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

ব্যাটারি: Oppo F27 5G স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 45W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া এই। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

ওএস: ওপ্পো F27 5G ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 14 অপারেটিং সিস্টেম রান করবে।

স্টোরেজ: ওপ্পো F27 5G ফোনটি 8GB RAM +128GB/ 256GB স্টোরেজ যোগ করেছে।

Leave a Comment