Highlights
- OPPO Reno 11 স্টাইলিশ লুক ও ক্যামেরার জন্য সুপ্রসিদ্ধ।
- OPPO Reno 11 ২x অপটিক্যাল জুম সহ ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 টেলিফটো ক্যামেরা সেন্সর।
- Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর থাকবে।
OPPO Reno 11 অফিসিয়াল ২৩ নভেম্বর লঞ্চ হতে পারে। বহুল আলোচিত নয়া স্মার্ট ফোন OPPO Reno 11 নভেম্বর মাসে লঞ্চ করা হবে। ডিজাইন দেখলে মুগ্ধ হবেন, ক্যামেরায় সবার সেরা Vivo X 100
ওপ্পো (Oppo ) তাদের নয়া সিরিজ Reno 11 ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Oppo Reno 11 ফ্ল্যাগশিপ স্মার্টফোন। OPPO Reno 11 ডিভাইসটির ট্রেনিং মেটিরিয়াল অনলাইনে ফাঁস হয়েছে। স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ সেগমেন্টে বের করা হয়েছে। OPPO Reno 11 সিরিজ সম্পূর্ণ নতুন ডিজাইন এবং কালার বিকল্পে লঞ্চ হবে।
OPPO Reno 11 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: OPPO Reno 11 ফোনে 6.7-ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে এর সাথে আসবে। এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। যে Samsung Galaxy 22টি স্মার্টফোনে আসছে Android 14 আপডেট
ক্যামেরা: OPPO Reno 11 ফটোগ্রাফির জন্য,এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরাগুলি হল এফ/1.8 অ্যাপার্চার 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা এবং ২x অপটিক্যাল জুম সহ ৩২ মেগাপিক্সেলের Sony IMX709 টেলিফটো ক্যামেরা সেন্সর। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
প্রসেসর: আবার OPPO Reno 11 ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Plus Gen 1 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি: OPPO Reno 11 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4600 এমএএইচ ব্যাটারি এবং 80W ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট করবে। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
ওএস: OPPO Reno 11 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 14 অপারেটিং সিস্টেম রান করবে।
স্টোরেজ: OPPO Reno 11 ফোনটি একটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। ফোনটির 12GB RAM 256+ 512GB স্টোরেজ যোগ করেছে।