E-Passport: পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩

বর্তমান সময়ে ডিজিটাল যুগে পাসপোর্ট এর আবেদন যেমন ঘরে বসে অনলাইনে করা যায়। ঠিক তেমনি পাসপোর্ট অনলাইনে চেক করা যায়। 

 

আজকে আমরা আলোচনা করব নিজের পাসপোর্ট কিভাবে অনলাইনে চেক করে। আজকে এই পোস্টটি পুরোপুরি পড়ার পরে আপনি আপনার পাসপোর্ট করা খুব সহজেই অনলাইনের মাধ্যমে চেক করতে পারবেন। 

 

ডিজিটাল বাংলাদেশ এখন ই পাসপোর্ট এর যুগ চলে এসেছে। বর্তমানে ডিজিটাল পাসপোর্ট মানি হল ই-পাসপোর্ট। 

 

পাসপোর্ট চেক করার জন্য কি কি প্রয়োজন:

 

(১) পাসপোর্ট যিনি করেছেন তার জন্ম তারিখ (২) অনলাইনে যে রেজিস্ট্রেশন করেছে সেই রেজিস্ট্রেশন আইডি দরকার। (৩) অ্যাপ্লিকেশন আইডি। 

 

এপ্লিকেশন আইডি কি:

 

পাসপোর্ট এর জন্য অনলাইনে যখন আবেদন করা হয় তখন আবেদন করার অ্যাপ্লিকেশনে একটি আইডি উল্লেখ থাকে। অথবা আবেদন সম্পন্ন হওয়ার পর এক কপি সংশ্লিষ্ট অফিসে জমা দেওয়ার সময় ১৩ সংখ্যার একটি আইডি নম্বর বা ডেলিভারি স্লিপ দেওয়া হবে ১৩ সংখ্যার একটি কোড দেওয়া হবে। 

 

পাসপোর্ট চেক করার নিয়ম ২০২৩

অনলাইনে পাসপোর্ট আবেদন করার পরে তা কত দূর কার্যকারিতা হয়েছে তা জানার জন্য অনলাইনে পাসপোর্ট চেক করা।জন্য আপনার স্মার্টফোন বা ল্যাপটপে অন্য কারো সাহায্য ছাড়াই আপনি নিজেই তা চেক করতে পারবেন। 

প্রথমে মোবাইল বা ল্যাপটপের ইন্টারনেট সংযোগ দিতে হবে। তারপরে এই ঠিকানায় https://www.epassport.gov.bd/authorization/application-status প্রবেশ করতে হবে। 

e Passport Check Online Bangladesh
e Passport Check Online Bangladesh

আপনাকে প্রথমে পাসপোর্ট চেক করার জন্য পাসপোর্ট স্ট্যাটাস করার জন্য https://www.epassport.gov.bd/landing ওয়েবসাইটে প্রবেশ করে Online Registration ID / Application ID এর যেকোনো একটি এবং জন্মতারিখ দিয়ে ই পাসপোর্ট চেক করুন খুব সহজেই। 

 

Leave a Comment