ইন্ডিয়ার জনপ্রিয় মোটরসাইকেল ব্র্যান্ড কোম্পানি হচ্ছে বাজাজ পালসার। বাজাক কোম্পানির তৈরি বাইক বা মোটরসাইকেল বেশ জনপ্রিয় বাংলাদেশ বাজারে। বাংলাদেশের অধিকাংশই বাইক প্রেমিদের পছন্দের বাইক গুলির মধ্যে অন্যতম হচ্ছে বাজাজ কোম্পানির তৈরি পালসার বাইক।
পালসার ডাবল ডিস্ক বাইকের দাম ২০২৩ – বর্তমানে বাংলাদেশের যে সমস্ত গাড়িগুলো আছে তাদের মধ্যে অন্যতম গাড়ি হচ্ছে পালসার । পালসার কোম্পানির মোটরসাইকেলগুলো বাংলাদেশ ও ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। পালসার মোটরসাইকেলগুলো বর্তমান সময়ে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা লাভ করছে । পালসার গাড়ি আমরা প্রত্যেকেই চড়তে বা চালাতে ভালোবাসি । আজ আমি এই পোষ্টের মাধ্যমে পালসার বাইক দাম ২০২৩ । পালসার ডাবল ডিস্ক বাইক এর দাম .২০২৩ বাংলাদেশ।
পালসার ডাবল ডিস্ক পারফরমেন্স
আরও পরুনঃ Dimensity 6100+ চিপসেটের সঙ্গে বাজারে আসছে Redmi 13C 5G
পালসার বাইকের পারফরমেন্সের কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে বাইকটির ইঞ্জিন রয়েছে ১৫০ সিসি। পালসার ডাবল ডিস্ক বাইকের দাম।এই বাইকটির ইঞ্জিন ব্রণ হচ্ছে ৫৬ মিলিমিটার। বাইকটি বাংলাদেশে যেকোনো শোরুমে আপনারা পেয়ে যাবেন। পালসার ডাবল ডিস্ক বাইকের দাম 2023
বাজাজ পালসার ডাবল ডিস্ক বাইকটি ইন্ডিয়াতে তৈরি করা হয়েছে, যা বাংলাদেশ ইমপোর্ট করা হয়েছে। এখানে চার স্টক টাইপ গিয়ার রয়েছে। পালসার ডাবল ডিস্ক বাইকের ১৫ লিটার পর্যন্ত তেল ধারণ করতে পারে।
এই বাইকের ওজন হচ্ছে মাত্র ১৪৪ কেজি। পালসার ডাবল ডিস্ক বাইকের টিউবলেস টায়ার টাইপ এল রেয়ার টাইপ এবং আরও বেশ কিছু ফিচারের বাইকে পাবেন। ১২ ভোল্টের ব্যাটারী রয়েছে এই বাইকটির।
মূলকথা সবকিছু মিলিয়ে পালসার ডাবল ডিস্ক বাইকের পারফরম্যান্স খুবই দারুণ হবে। কারণ এখানে এমন কিছু সিস্টেম ব্যবহৃত হয়েছে যা অন্য কোন বাইকের ব্যবহৃত হয়নি। আশা করি এই বাইকটি আপনার জন্য খুবই পারফেক্ট হবে।
পালসার ডাবল ডিস্ক মাইলেজ কত
পালসার ডাবল ডিস্ক বাইকটির মাইলেজ ৪৫ কিলোমিটার প্রতি লিটার তেলে। আপনি ১ লিটার তেলে সহজেই ৪৫ কি.মি. পর্যন্ত মাইলেজ পাবেন।
পালসার ডাবল ডিস্ক দাম কত ২০২৩
পালসার ডাবল ডিস্ক দাম ২,২০,০০০ টাকা।এই পালসার ডাবল ডিস্ক বাইকটি দাম অনুযায়ী অত্যন্ত ভালো ভালো ফিচার দিচ্ছে। যাদের বাজেট ২,০০,০০০ টাকার উপরে তারা চাইলে এই বাইকটি ক্রয় করতে পারেন।