আর মাত্র অল্প কিছুদিন বাকি আছে Realme 12 Pro এবং Realme 12 Pro plus লঞ্চ হবার

আজকালকার দিনে প্রায় সবার কাছে একটি স্মার্ট ফোন থাকা অত্যন্ত জরুরী হয়ে পড়েছে ওদের জীবনের নিত্য প্রয়োজনীয় সকল কাজে প্রায় স্মার্টফোনের দরকার। দেশের বাজারে কোম্পানি প্রায় নিত্যদিন নতুন নতুন মডেলের স্মার্টফোন লঞ্চ করে থাকে। তবে বাজেট রেঞ্জের মধ্যে ভালো প্রোডাক্ট এর কথা বলতে হলে জনপ্রিয় কোম্পানির নাম আসে Realme।

বাংলাদেশে রিয়েলমি সি৫৩ এর দাম কত ?

তাদের ফোনগুলি খুব অল্প সময়ের মধ্যেই গ্রহদের মন জয় করে নিয়েছে। এছাড়া তাদের প্রিমিয়াম ফোনগুলো আইফোন কেও টেক্কা দিচ্ছে। Redmi,Oppo,xiaomi এই কোম্পানির জনপ্রিয় ফোনগুলোর প্রতিদ্বন্দ্বিতায় ফেলে শীর্ষে লঞ্চ হবে Realme 12 Pro ও Realme 12 Pro plus। এর কিছু স্পেসিফিকেশন লঞ্চ হবার আগেই ফাঁস হয়েছে। জানতে চাইলে এই প্রতিবেদন সম্পন্ন দেখুন।

Google pixel 9 এর দুর্দান্ত ফিচার এবং পেরিস্কোপ জুম লেন্স সহ পিপল রেয়ার ক্যামেরা নিয়ে বাজারে আসছে

Realme 12 Pro plus ফোনে 6.7 ইঞ্চি কার্ভ এমুলেট ডিসপ্লে 120Hz রিফ্রেশট সাপোর্ট করে। সিকিউরিটির জন্য ইন্ডিৎ প্লে ফিঙ্গারপ্রিন্ট লক ব্যবহার করা হয়েছে। ফোনে পারফরম্যান্সের এর জন্য Qualcomm Snapdragon 7s Gen2 চিপসেট ব্যবহার করা হতে পারে। এই ফোনে ক্যামেরা হিসেবে 120X জুমসহ ট্রিপল রে আর ক্যামেরা সেটআপ দেওয়া। পেরিস্কোপ্লেন ও অপটিক্যাল জুম ট্যাবল থাকবে এই ফোনে। অন্যদিকে Realme 12 pro ভেরি এন্ড দুটি কালার।

Leave a Comment