Skip to content
বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় Xiaomi মোবাইল ফোন।এতে রয়েছে 4 GB RAM এবং ইনবিল্ড 64 GB ইন্টারন্যাল স্টোরেজ। Redmi 10C-এর বাংলাদেশ দাম 13,999।
বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Xiaomi ও পিছিয়ে নেই Redmi সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Oppo, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে। Xiaomi Redmi 10C একটি ভার্সন বাংলাদেশ বাজারে চলে আসছে 8 GB 128 GB এবং সেই সঙ্গে তিনটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে ।
Redmi 10C-
Redmi 10C দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে 4 জিবি রেম 64 জিবি স্টোরেজ এবং 4 জিবি রেম 128 জিবি স্টোরেজ।মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1টি দুবি পর্যন্ত বাড়ানো যাবে। Redmi 10C স্মর্টফোন ডুয়াল ন্যানো সিম 6.71 ইঞ্চি ফুল এইচডি প্লাস (720×1,650 পিক্সেল) আইপিএস এলসিডি টাচডিসপ্লে রয়েছে।
Redmi 10C মিডিয়াটেক হেলিও জি35 প্রসেসর। ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 11 নির্ভর,এমআইইউআই 13 (MIUI 13) দ্বারা পরিচালিত।
Redmi 10C স্মার্টফোনটির পেছনে LED ফ্ল্যাশ লাইট সহ তিনটি রিয়ার ক্যামেরা সেটআপ, 13 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর + ২ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। Redmi 10C 5000 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। Redmi 10C স্মার্টফোনের ওজন 190গ্রাম।
Redmi 10C ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে, 4G LTE,এফএম রেডিও, ডুয়াল সিম, ইউএসবি টাইপ-সি, ইনফ্রারেড, এনএফসি, ফেস আনলক ইত্যাদি।
নিউজ
Your article was a great resource, and I appreciate the effort put into it.