শাওমি (Xiaomi) তাদের জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি। Redmi তাদের ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Redmi 13C 5G । রেডমি 13c এই মডেলের স্মার্টফোনটি কিছু কিছু দেশে পোকো C65 এই নামে প্রকাশ করা হবে। Redmi 13C 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানবো আজ । Realme C51 Price in Bangladesh 8 128। রিয়েলমি c51 দাম কত
Highlights
- Redmi 13C 5G তিনটি ভিন্ন নামে প্রকাশ হবে।
- মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট দ্বারা চালিত হবে।
- Redmi 13C 5G অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক এমআইইউআই (MIUI 14)।
Redmi 13C 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Redmi 13C 5G ফোনে 6.71-ইঞ্চির আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে । এটি 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।
প্রসেসর: আবার Redmi 13C 5G ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি70 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি: Redmi 13C 5G স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ব্যাটারি এবং 33W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া এই। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য সাইড মাউন্ত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। জন্মনিবন্ধন: মা-বাবার সনদ ছাড়াই আবেদন করা যাবে জন্মনিবন্ধন
ওএস:Redmi 13C 5G ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং সিস্টেম (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।। ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2+2 মেগাপিক্সেল ক্যামেরা । এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
স্টোরেজ: রেডমি ১৩সি ৫জি ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 4/128 GB, 6/128 GB, 8/256 GB স্টোরেজ যোগ করেছে।