Redmi 13C গ্লোবালি লঞ্চ হল সম্ভাব্য স্পেসিফিকেশন

শাওমি (Xiaomi) তাদের জনপ্রিয় সাব-ব্র্যান্ড রেডমি। Redmi তাদের ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Redmi 13C 5G । রেডমি 13c এই মডেলের স্মার্টফোনটি কিছু কিছু দেশে পোকো C65 এই নামে প্রকাশ করা হবে। Redmi 13C 5G ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানবো আজ। রেডমি 13C এর বাংলাদেশ দাম 25,999।

Realme C51 Price in Bangladesh 8 128। রিয়েলমি c51 দাম কত

Highlights 

  1. Redmi 13C 5G তিনটি ভিন্ন নামে প্রকাশ হবে।
  2. মিডিয়াটেক ডাইমেনসিটি ৬১০০ প্লাস চিপসেট দ্বারা চালিত হবে।
  3. Redmi 13C 5G অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম ভিত্তিক এমআইইউআই (MIUI 14)।

Redmi 13C 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: Redmi 13C 5G ফোনে 6.71-ইঞ্চির আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে । এটি 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।

প্রসেসর: আবার Redmi 13C 5G ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি70 প্রসেসর ব্যবহার করা হয়েছে।

ব্যাটারি: Redmi 13C 5G স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,000 এমএএইচ ব্যাটারি এবং 33W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া এই। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য সাইড মাউন্ত ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। জন্মনিবন্ধন: মা-বাবার সনদ ছাড়াই আবেদন করা যাবে জন্মনিবন্ধন

ওএস:Redmi 13C 5G ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং সিস্টেম  (MIUI 14) কাস্টম স্কিনে রান করবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।। ক্যামেরাগুলি হল 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2+2 মেগাপিক্সেল ক্যামেরা । এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

স্টোরেজ: রেডমি ১৩সি ৫জি ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 4/128 GB, 6/128 GB, 8/256 GB স্টোরেজ যোগ করেছে।

Leave a Comment