বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Redmi ও পিছিয়ে নেই রেডমি K70- সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Oppo, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে।রেডমি K70- একটি ভার্সন বাংলাদেশ বাজারে চলে আসছে 12GB 256GB এবং সেই সঙ্গে চারটি বিভিন্ন রঙে (Colour) চলে আসছে।ডিজাইন দেখলে মুগ্ধ হবেন, ক্যামেরায় সবার সেরা Vivo X 100
Highlights
- দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে Redmi K70।
- Redmi K70 পিছনে 50MP ক্যামেরা সেন্সর।
- MediaTek Helio G85 অক্টাকোর প্রসেসর ।
শাওমি (Redmi K70) তাদের নয়া সিরিজ Redmi ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Redmi K70 ফ্ল্যাগশিপ স্মার্টফোন। Redmi K70 ডিভাইসটির ট্রেনিং মেটিরিয়াল অনলাইনে ফাঁস হয়েছে। স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ সেগমেন্টে বের করা হয়েছে। Redmi K70 সিরিজ সম্পূর্ণ নতুন ডিজাইন এবং কালার বিকল্পে লঞ্চ হবে।Redmi 13C 4G দাম ও স্পেসিফিকেশন ফাঁস
Redmi K70 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Redmi K70 ফোনে 6.67 inches 2K রেজলিউশনযুক্ত ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 120Hz রিফ্রেশরেট থাকতে পারে।
ক্যামেরা: Redmi K70 ফটোগ্রাফির জন্য,এই ফোনে দুইটি রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরাগুলি হল এফ/1.8 অ্যাপার্চার 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 5 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
Realme GT Neo 6: দুর্দান্ত কালার ও লুকের রিয়েলমির বাজিমাত
প্রসেসর: আবার Redmi K70 ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8 জেন 2 চিপসেট ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি: Redmi K70 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5120 এমএএইচ ব্যাটারি এবং120W ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট করবে। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
ওএস: Redmi K70 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং সিস্টেম রান করবে।
স্টোরেজ: Redmi K70 ফোনটি তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করা হতে পারে। ফোনটির 8GB RAM +128GB স্টোরেজ, 12GB RAM +256GB স্টোরেজ যোগ করেছে।