Redmi Note 13 Pro শীঘ্রই লঞ্চ হতে পারে স্পেসিফিকেশন যেনে নেই

Xiaomi Redmi Note 13 Pro ফোনটি সেপ্টেম্বর মাসে চীনে বাজারে লঞ্চ হয়েছে। টেক প্রেমিদের জন্য সুখবর রয়েছে। এবার এই ফোনের গ্লোবাল মডেল শীঘ্রই লঞ্চ হবে বাজারে।

শাওমি (Xiomai) তাদের Redmi Note সিরিজের ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Redmi Note 13 Pro ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আগামীতে লঞ্চ হবে রেডমি ডিভাইসটির ট্রেনিং মেটিরিয়াল অনলাইনে ফাঁস হয়েছে ফোনটি স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ সেগমেন্টে বের করা হয়েছে। Redmi Note 13 Pro+ ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানবো আজ।

 

 

     Highlights 

  • 200MP প্রাইমারি ক্যামেরা সেন্সর
  • 8GB RAM + 256GB ইন্টারনাল স্টোরেজ।
  • MIUI 14 থাকতে পারে।

Redmi Note 13 Pro এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: Redmi Note 13 Pro ফোনে 6.67 ইঞ্চির ফুল এইচডি+ টাচস্ক্রিন ডিসপ্লে । এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।

প্রসেসর: আবার Redmi Note 13 Pro ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 7200 আলট্রা প্রসেসর ব্যবহার করা হয়েছে।

 

 

ব্যাটারি: Redmi Note 13 Pro স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5,020 এমএএইচ ব্যাটারি এবং 67W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া এই।

ওএস: Redmi Note 13 Pro+ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং MIUI 14 সিস্টেম রান করবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরাগুলি হল OIS ফিচারযুক্ত স্যামসাং 200MP ISOCELL HP3 প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ও 2 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

স্টোরেজ: Redmi Note 13 Pro ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ যোগ করেছে।

Leave a Comment