দক্ষিণ কোরিয়া একটি সংস্থা টেক জায়ান্টটি সম্প্রতি ভারতে তাদের Samsung Galaxy Tab S9 FE, Tab A9, ও S23 FE স্মার্টফোন গুলো লঞ্চ করার কথা নিশ্চিত করেন। কিন্তু ডিভাইসটিকে অক্টোবর লঞ্চ করা হবে সেই তথ্যই শুধুমাত্র দেওয়া হয়েছিল।
বিশ্ববাজারে স্যামসাং (Samsung) বর্তমানে ফোন এবং ট্যাবলেট সহ বেশ কয়েকটি নতুন আকর্ষণীয় স্মার্ট ডিভাইস লঞ্চ করতে যাচ্ছে বাজারে। আসন্ন ডিভাইসগুলি মধ্যে অন্যতম Galaxy Tab S9 FE,Samsung Galaxy Tab A9 ট্যাবলেট এবং Galaxy S23 FE স্মার্টফোনটি এখন গুগল প্লে কনসোল (Google Play Console)-এ উপস্থিত হয়েছে৷
Samsung Galaxy S23 FE, Samsung Galaxy Tab S9 FE লঞ্চের তারিখ প্রকাশ করা হয়েছে
স্যামসাং ভারতের বাজার Galaxy S23 FE এর একটি টিজার ইমেজ প্রদর্শন করতে তার অফিসিয়াল X (আগের টুইটার) অ্যাকাউন্টের ব্যানার আপডেট করেছে। 4 অক্টোবরের একটি লঞ্চের তারিখ ঘোষণা করা হয়েছে। এই সংবাদ এখনো অন্য কোথাও নিশ্চিত করা হয়নি।
আবার, Amazon India ঘোষণা করেন Samsung Galaxy Tab S9 FE লঞ্চের তারিখ প্রকাশ করেছে। গ্যালাক্সি S23 FE উন্মোচনের পরের দিন, 5 ই অক্টোবর ট্যাবলেটটি উন্মোচন করা হবে। Samsung Galaxy Buds FE এই তারিখগুলির যেকোন একটিতে লঞ্চ হতে পারে তবে দক্ষিণ কোরিয়ার দল এখনও কিছু নিশ্চিত করেনি।
Samsung galaxy s23 FE ৬.৪ ইঞ্চি ফুল এইচডি + সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ১২০ হার্টজ রিফ্রেস রেট থাকছে।
S23 FE তে Qualcomm Snapdragon 8 Gen 1 বা Samsung Exynos 2200 চিপসেটের সাথে থাকবে বলে অনুমান করা হচ্ছে Samsung Galaxy S21 FE কয়েক মাস আগে ভারতে কিন্তু Galaxy S23 FE-তে US এবং কানাডা ছাড়া বিশ্বব্যাপী Exynos 2200 চিপসেট থাকবে বলে আশা করা হচ্ছে।
পাওয়ার ব্যাকআপ এর জন্য ব্যবহার করা হয়েছে ৪,৫০০ এমএএইচ ব্যাটারি ২৫ ওয়াট ওয়্যার্ড এবং ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট
ফটোগ্রাফির জন্য ব্যবহার করা হয়েছে Samsung Galaxy S23 FE-তে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড এবং ১২ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স
সেলফি বে ভিডিও কলিং এর জন্য সামনে থাকবে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা