১২০ হার্টজ রিফ্রেশ রেট নিয়ে এলো বাজারে Samsung Galaxy S22 Ultra,স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা স্মর্টফোন

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা মোবাইল ফোন।এতে রয়েছে 12 GB RAM এবং ইনবিল্ড 256 GB ইন্টারন্যাল স্টোরেজ। স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা -এর বাংলাদেশ দাম 169,999।

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় স্যামসাং ও পিছিয়ে নেই স্যামসাং গ্যালাক্সি S সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Oppo,xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। Samsung গ্যালাক্সি S22 আলট্রা একটি ভার্সন বাংলাদেশ বাজারে  চলে আসছে  12 GB 256 GB এবং সেই সঙ্গে চারটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে।

Samsung Galaxy S22 Ultra

Samsung Galaxy S22 Ultra Full Specifications:

স্যামসাং গ্যালাক্সি এস 22 আল্ট্রা ফোনে আছে 6.8 ইঞ্চি  কোয়াড এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে সহ কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রটেকশন।

Samsung Galaxy S22 Ultra240 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং -120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট। আবার স্যামসাং গ্যালাক্সি এস 22 আল্ট্রা ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 1 প্রসেসর।

স্যামসাং গ্যালাক্সি এস 22 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জার এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং ব্যবহার করা হয়েছে। এছাড়া বায়োমেট্রিক প্রমাণ করার জন্য এতে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

Samsung Galaxy S22 Ultra ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 12  ভিত্তিক ওয়ান ইউআই ৪.১ (One UI 4.1),

ফটোগ্রাফির জন্য,স্যামসাং গ্যালাক্সি এস 22 আল্ট্রা ফোনের পেছনে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা।ক্যামেরাগুলি হল 108 মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সর,3x অপটিক্যাল জুমযুক্ত10 মেগাপিক্সেল লেন্স,12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 10× জুম সহ 10 মেগাপিক্সেলের পেরিস্কোপ সেন্সর যুক্ত কোয়াড-রিয়ার ক্যামেরা।এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 4কে রেজোলিউশন ও 60fps রেটের একটি 40 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা  উপস্থিত। 

Samsung Galaxy S22 Ultra ফোনটি12 জিবি রেম 256 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Samsung Galaxy S22 Ultra স্মার্টফোনের ওজন 228 গ্রাম

আরো পরুন- Samsung Galaxy A13 চলতি বছরের সব থেকে সস্তা স্মার্টফোন ফোন।

আরো পরুন-66W ফাস্ট চার্জার নজরকাড়া ডিজাইন নিয়ে হাজির হলো Vivo iQOO Z6 Pro

আরো পরুন-5000mAh ব্যাটারি এবং ডুয়েল ক্যামেরা সহ  লঞ্চ হলো Vivo Y21G

আরো পরুন-হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সেকশনে পরিবর্তন আছে

Leave a Comment