Samsung Galaxy S24 Ultra-র প্রথম ছবি ফাঁশ 

স্যামসাং নতুন বছরের শুরুতে নিয়ে আসবে তাদের পরবর্তী অনুষ্ঠান  গ্যালাক্সি আনপ্যাকড (Galaxy Unpacked 2024) ইভেন্টে ফ্ল্যাগশিপ Samsung Galaxy S24 সিরিজ এর সকল তথ্য ফাঁশ করবে তা নিয়ে কারো কোনো সন্দেহ নেই।

কিন্তু লাইনআপের হ্যান্ডসেটগুলির লঞ্চের সঠিক তারিখটি এখন ও নিশ্চিত করা হয় নি যে লঞ্চ করা হবে।যদিও কিছু দিন ধরে একটি রিপোর্টে দাবি করা হয়েছে যে, দক্ষিণ কোরিয়ার কোম্পানিটির আসন্ন Galaxy S24 সিরিজটি সামনের বছরের ২০২৪ সালের ১৭ জানুয়ারি লঞ্চ করা হবে বিস্তারিত সকল তথ্য এই রিপোর্টে আসন্ন ফ্ল্যাগশিপ মোবাইল গুলির প্রি-অর্ডার এবং বিক্রির তারিখের বিশদ বিবরণও প্রকাশ করা হয় ।

এছাড়া সম্পর্কিত বেশ কিছু দিন ধরে অনেক তথ্যই সূত্র সামনে এসেছে এই ফোন ৩ টির Samsung Galaxy S24, Galaxy S24+ এবং Galaxy S24 Ultra আর তাদের আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হবার আগে, Samsung Galaxy S24 Ultra-এর কিছু লাইভ ইমেজ ইন্টার নেট এ ফাঁস হয়েছে।এই ইমেজ গুলি ডিভাইসটির ডিজাইনের একটি স্পষ্ট আভাস দিয়েছে।

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় স্যামসাং ও পিছিয়ে নেই স্যামসাং গ্যালাক্সি S সিরিজ এর ফোনটি Vivo, Oppo, xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। স্যামসাং এস 24 আল্ট্রা ফোনের ফুল স্পেসিফিকেশন

স্যামসাং গ্যালাক্সি এস 24 আল্ট্রা ফোনে আছে 6.8 ইঞ্চি;ডাইনামিক  অ্যামোলেড ডিসপ্লে সহ কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2 প্রটেকশন।

Samsung Galaxy S24 Ultra 120 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং -120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট। আবার স্যামসাং গ্যালাক্সি এস 23 আল্ট্রা ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেন 3 প্রসেসর।

স্যামসাং গ্যালাক্সি এস 24 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জার এবং 15 ওয়াট ওয়্যারলেস চার্জিং ব্যবহার করা হয়েছে। এছাড়া বায়োমেট্রিক প্রমাণ করার জন্য এতে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

Samsung Galaxy S24 Ultra ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 14 ভিত্তিক ওয়ান ইউআই.।

ফটোগ্রাফির জন্য,স্যামসাং গ্যালাক্সি এস 24 আল্ট্রা ফোনের পেছনে থাকছে কোয়াড রিয়ার ক্যামেরা। ক্যামেরাগুলি হল ২০০ মেগাপিক্সেল এর প্রাইমারি সেন্সর,১০০x অপটিক্যাল জুমযুক্ত 10 মেগাপিক্সেল লেন্স 12 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং 10× জুম সহ 50 মেগাপিক্সেলের পেরিস্কোপ সেন্সর যুক্ত কোয়াড-রিয়ার ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 4কে রেজোলিউশন ও 60fps রেটের একটি 12 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা  উপস্থিত। 

Samsung Galaxy S24 Ultra ফোনটি 8 জিবি রেম 128 জিবি এবং 12 জিবি রেম 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Leave a Comment