বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় টেকনো ও পিছিয়ে নেই টেকনো স্পার্ক 20 প্রো সিরিজ এর ফোনটি Vivo,Samsung, Oppo,xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। টেকনো স্পার্ক 20 প্রো একটি ভার্সন বাংলাদেশ বাজারে চলে আসছে 8 GB 256 GB এবং সেই সঙ্গে একটি রঙে(Colour) চলে আসছে।(টেকনো স্পার্ক 20 প্রো)
বাংলাদেশে লঞ্চ হওয়া (টেকনো স্পার্ক 20 প্রো) একটি জনপ্রিয় টেকনো মোবাইল ফোন।এতে রয়েছে 8 GB RAM এবং ইনবিল্ড 256 GB ইন্টারন্যাল স্টোরেজ। টেকনো স্পার্ক 20 প্রো -এর বাংলাদেশ দাম কত 21,990। (টেকনো স্পার্ক 20 প্রো)
টেকনো স্পার্ক 20 প্রো সম্পূর্ণ স্পেসিফিকেশন:
Tecno Spark 20 Pro ফোনে আছে 6.78 ইঞ্চির IPS LCD ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে ।
আবার Tecno Spark 20 Pro ফোনে বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ফেস আনলক ও সাইড-মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।(টেকনো স্পার্ক 20 প্রো)
Tecno Spark 20 Pro ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 ভিত্তিক HIOS কাস্টম স্কিনে রান করবে।
ফটোগ্রাফির জন্য, Tecno Spark 20 Pro ফোনের পেছনে থাকছে ট্রিপল রিয়ার ক্যামেরা ।ক্যামেরাগুলি হল এফ/1.8অ্যাপারচার 108 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 +2 মেগাপিক্সেল। ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি এফ/2.0 অ্যাপারচার 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ।
Tecno Spark 20 Pro ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Mediatek Helio G99 প্রসেসর।
Tecno Spark 20 Pro স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জার।
Tecno Spark 20 Pro 8GB/256 ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 1TB পর্যন্ত বাড়ানো যাবে।
Tecno Spark 20 Pro মুনলিট ব্ল্যাক, ফ্রস্টি আইভরি, সানসেট ব্লাশ, ম্যাজিক স্কিন 2.0 গ্রিন কালারে পাওয়া যাবে।
Tecno Spark 20 Pro স্মার্টফোনের ওজন 194 গ্রাম।
অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ডুয়েল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি, ইনফ্রারেড ইত্যাদি।