Tecno Spark Go 2024-এর স্পেসিফিকেশন ফাঁস, কি কি ফিচার নিয়ে আসছে বাজারে

Tecno Spark তাদের ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Tecno Spark Go 2024। টেকনো স্পার্ক গো ২০২৪ ইল্যান্ডের ন্যাশনাল ব্রডকাস্টিং অ্যান্ড টেলিকমিউনিকেশন কমিশন (NBTC)-এর অনুমোদন লাভ করেছে স্মার্টফোন। টেকনো স্পার্ক গো ২০২৪ বাজারে গত জানুয়ারিতে আত্মপ্রকাশ করবে বলে জানা গিয়েছে। 

Highlights 

  1. 606 প্রসেসরের সাথে তালিকাভুক্ত করা হয়ে।
  2. Tecno Spark Go 2024 4,900mAh ব্যাটারি প্যাক করতে পারে।
  3. Tecno Spark Go 2024 গত জানুয়ারিতে লঞ্চ হবে।

OnePlus Open এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: Tecno Spark Go ফোনে 6.5-ইঞ্চির আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে । এটি 90Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে। Realme C51 Price in Bangladesh 8 128। রিয়েলমি c51 দাম কত

প্রসেসর: আবার টেকনো স্পার্ক গো ২০২৪ ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও পি70 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

ব্যাটারি: টেকনো স্পার্ক গো ২০২৪ স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4,900 এমএএইচ ব্যাটারি এবং 25W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া এই। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে পিছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে। Samsung Galaxy M44 এর ছবি প্রকাশ, আসতে পারে স্ন্যাপড্রাগন 888 প্রসেসর এর সাথে

ওএস: টেকনো স্পার্ক গো ২০২৪ ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং সিস্টেম স্কিনে রান করবে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,এই ফোনে দুইটি রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।। ক্যামেরাগুলি হল  13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 2 মেগাপিক্সেল ক্যামেরা ।এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

স্টোরেজ: Tecno Spark Go ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 3GB পর্যন্ত RAM এবং 32GB,64GB ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে। Google Pixel, OnePlus এবং Samsung ব্যবহারকারীদের জন্য সরকারি নোটিশ ঘোষণা!

Leave a Comment