80W ফাস্ট চার্জিং এর সাথে বাজারে আসছে Vivo S18। ভিভো S18 বাংলাদেশ দাম

ভিভো (Vivo) তাদের S সিরিজের ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Vivo S18।  ডিভাইসটির ট্রেনিং মেটিরিয়াল অনলাইনে ফাঁস হয়েছে। Vivo S18 ফোনের স্পেসিফিকেশন সম্পর্কে জানবো আজ। Vivo S18 – এর বাংলাদেশ দাম 47,518।

vivo S18 price in bangladesh  47,518

Highlights 

  1. Vivo S18 মডেলটি অধীনে Vivo S18, Vivo S18 Pro এবং Vivo S18e মডেলের অনুরূপ হবে
  2. Qualcomm Snapdragon 7 Gen 3 চিপসেট দ্বারা চালিত হবে।
  3. Vivo S18 4,600 এমএএইচ ব্যাটারি মিলবে, যা 80ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

Vivo S18 এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে:  Vivo S18 ফোনে 6.78-ইঞ্চির এঅ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।

আরও পরুনঃ Oppo Find N3 ফোন বাজারে আসছে হ্যাসেলব্লাডে ক্যামেরার সাথে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,এই ফোনে দুইটি ক্যামেরা সেটআপ দেওয়া হবে। 50MP Sony IMX766V প্রাইমারি সেন্সর এবং 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স রয়েছে। প্রো মডেলে 12MP 2x টেলিফটো লেন্স যোগ করা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 50MP মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

প্রসেসর: আবার ভিভো S18 ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

ব্যাটারি: ভিভো S18 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4,600 এমএএইচ ব্যাটারি এবং 80W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া এই। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

আরও পরুনঃ ফটোগ্রাফির জন্য বিশেষ ফিচার সহ বাজারে আসছে ওপ্পোর নয়া ফোন

ওএস: Vivo S18 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং ফানটাচ ওএস 14 (Funtouch OS 14) সিস্টেম রান করবে।

স্টোরেজ: Vivo S18 ফোনটি 8GB RAM + 256GB স্টোরেজ, 12GB RAM + 256GB স্টোরেজ এবং 12GB RAM + 512GB স্টোরেজ

ভিভো S18 বাংলাদেশ দাম

vivo s18 price in bangladesh

Leave a Comment