ভিভো (Vivo) তাদের Y সিরিজের ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Vivo Y100 5G। বাংলাদেশে একটি জনপ্রিয় ভিভো মোবাইল ফোন। Y এই সিরিজে কোম্পানি Vivo Y100 5G স্মার্টফোন চীনে পেশ করা হয়ছে। (ভিভো মোবাইল প্রাইস ইন বাংলাদেশ)।
বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় ভিভো ও পিছিয়ে নেই ভিভো- Y সিরিজ এর ফোনটি Oppo, xiaomi কে টক্কর দিতে চলেছে। Vivo Y100 5G চীনে light green, Glass blue এবং Starry Night Black কালারে সেল করা হবে।
বাংলাদেশে ভিভো ওয়াই ১০০ (Vivo Y100 5G)এর দাম কত 35,000 টাকা।
Highlights
- Vivo Y100 5G 120 হার্টজ রিফ্রেশ (AMOLED) ডিসপ্লে।
- ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর
- Qualcomm Snapdragon 695 দেওয়া হয়েছে।
Vivo Y100 5G এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo Y100 5G ফোনে 6.78-ইঞ্চির এঅ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।
আরও পরুনঃ Oppo Find N3 ফোন বাজারে আসছে হ্যাসেলব্লাডে ক্যামেরার সাথে।
ক্যামেরা: ফটোগ্রাফির জন্য,এই ফোনে দুইটি ক্যামেরা সেটআপ দেওয়া হবে। ক্যামেরাগুলি হল 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর ও 2 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
প্রসেসর: আবার ভিভো ওয়াই ১০০ ৫জি ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 695 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি: ভিভো ওয়াই ১০০ ৫জি স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 44W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া এই। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
আরও পরুনঃ বাংলাদেশে Samsung galaxy s24 Ultra- এর দাম কত ২০২৪ ?
ওএস: Vivo Y100 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং ফানটাচ ওএস ১৩ (Funtouch OS 13) সিস্টেম রান করবে।
স্টোরেজ: Vivo Y200 ফোনটি 12GB physical RAM এর সঙ্গে মোট 24GB RAM পাওয়া যাবে।