Vivo Y55t 5G এর অফিসিয়াল ভাবে লঞ্চ হল, ছবি প্রকাশ।

Highlights

  • দুটি ভেরিয়েন্টে পেশ করা হয়েছে Vivo Y55t 5G
  • Vivo Y55t 5G পিছনে 50 ক্যামেরা সেন্সর।
  • মিডিয়াটেক ডায়মেনসিটি 6020 অক্টাকোর প্রসেসর।

Vivo Y55t অফিসিয়াল ভাবে চলে এসেছে। বহুল আলোচিত নয়া স্মার্ট ফোন Vivo Y55t আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। চীনে এই ফোনটি Black, Purple, Green এবং Blue কালারে বের করা হবে।

ভিভ (Vivo) তাদের নয়া সিরিজ Y ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Vivo Y55t 5G ফ্ল্যাগশিপ স্মার্টফোন। Vivo Y55t ডিভাইসটির ট্রেনিং মেটিরিয়াল অনলাইনে ফাঁস হয়েছে। স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ সেগমেন্টে বের করা হয়েছে। Vivo Y55t  সিরিজ সম্পূর্ণ নতুন ডিজাইন এবং কালার বিকল্পে লঞ্চ হবে। 

Vivo Y55t এর সম্ভাব্য স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo Y55t ফোনে 6.64-ইঞ্চির ফুল এইচডি+ ডিসপ্লে এর সাথে আসবে। এটি 60Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে ও 550 নিটস ব্রাইটনেস।

ক্যামেরা: Vivo Y55t ফটোগ্রাফির জন্য,এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। ক্যামেরাগুলি হল এফ/1.8 অ্যাপার্চার 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

প্রসেসর: আবার Vivo Y55t ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6020 Octacore প্রসেসর ব্যবহার করা হয়েছে। 

ব্যাটারি: Vivo Y55t স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং15W ওয়াট ফাস্ট চার্জার সাপোর্ট করবে। বায়োমেট্রিক প্রমাণ করার জন্য সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।

ওএস: Vivo Y55t ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং সিস্টেম রান করবে।

স্টোরেজ: Vivo Y55t ফোনটি 8GB LPDDR4X dual channel RAM 128GB ও 256GB UFS2.2 ROM ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে।

Leave a Comment