লঞ্চের আগেই স্পেসিফিকেশন জেনে নিন
Highlights
- Vivo X100 এবং iQOO 12 নভেম্বরে বাজারে লঞ্চ করা হবে
- 144Hz রিফ্রেশরেট এবং 2K রেজলিউশন দেওয়া হবে।
- iQOO 12 Snapdragon 8 Gen 3 chipset থাকবে।
Vivo X100 এবং iQOO 12 সিরিজ লঞ্চ কবে হবে
ভিভো (Vivo) ও আইকু তাদের নয়া সিরিজ X ব্রান্ডের নতুন একটি ফোন যুক্ত করতে যাচ্ছে। নাম দেওয়া হয়েছে Vivo X100 ফ্ল্যাগশিপ স্মার্টফোন। আগামী 11 নভেম্বরের লঞ্চ হবে। অন্যদিকে Vivo X100 সিরিজে 11 নভেম্বরের লঞ্চ হবে। Vivo X100 ডিভাইসটির ট্রেনিং মেটিরিয়াল অনলাইনে ফাঁস হয়েছে। স্টাইলিশ ডিজাইন এবং শক্তিশালী স্পেসিফিকেশন সহ ফ্ল্যাগশিপ সেগমেন্টে বের করা হয়েছে। Vivo X100 এবং iQOO 12 সিরিজ সম্পূর্ণ নতুন ডিজাইন এবং কালার বিকল্পে লঞ্চ হবে।
iQOO 12 এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: iQOO 12 ফোনে 6.67-ইঞ্চির ফ্ল্যাট E7 AMOLED 2k রেজলিউশন ডিসপ্লে এর সাথে আসবে। এটি 144Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।
ক্যামেরা: আইকু 12 ফটোগ্রাফির জন্য,এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরাগুলি হল OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল OV50H সেন্সর প্রাইমারি ক্যামেরা, 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ও 34 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
প্রসেসর: আবার আইকু 12 ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি: iQOO 12 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 100W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া । বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
ওএস: iQOO 12 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 13 অপারেটিং Origin OS 4.0 সিস্টেম রান করবে।
স্টোরেজ: আইকু 12 ফোনটি 16GB LPDDR5x RAM + 512GB পর্যন্ত UFS 4.0ইন্টারনাল স্টোরেজ যোগ করেছে।
Vivo X100এর সম্ভাব্য স্পেসিফিকেশন
ডিসপ্লে: Vivo X100 ফোনে পাঞ্চ হোল কাটআউট সহ কার্ভ কর্নার ডিসপ্লে এর সাথে আসবে। এটি 120Hz রিফ্রেশরেট সাপোর্ট করবে।
ক্যামেরা: Vivo X100 ফটোগ্রাফির জন্য,এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। ক্যামেরাগুলি হল OIS ফিচারযুক্ত 200 মেগাপিক্সেল সেন্সর প্রাইমারি ক্যামেরা, 64 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ও 50 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
প্রসেসর: আবার Vivo X100 ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে Qualcomm Snapdragon 8 Gen 3 প্রসেসর ব্যবহার করা হয়েছে।
ব্যাটারি: Vivo X100 স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 100W ওয়াট ফাস্ট চার্জার এছাড়া । বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
ওএস: Vivo X100 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 14 অপারেটিং সিস্টেম রান করবে।