বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় Xiaomi মোবাইল ফোন।এতে রয়েছে 12 GB RAM এবং ইনবিল্ড 512GB ইন্টারন্যাল স্টোরেজ। Xiaomi Mi 11 Ultra -এর বাংলাদেশ দাম 1,09,995।
বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Xiaomi ও পিছিয়ে নেই Xiaomi Ultra সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Oppo, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে। Xiaomi Mi 11 Ultra একটি ভার্সন বাংলাদেশ বাজারে চলে আসছে 12GB 512GB এবং সেই সঙ্গে দুইটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে ।
Xiaomi Mi 11 Ultra Specifications :
Xiaomi Mi 11 Ultra ফোনে আছে 6.81 ইঞ্চির অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে। 1700 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং -120 হার্টজ ভ্যারিয়েবল রিফ্রেশ রেট। আবার Xiaomi Mi 11 Ultra ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 888 5G (5nm) প্রসেসর।
Xiaomi Mi 11 Ultra ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 11 ভিত্তিক এমআইইউআই 12.5 (MIUI 12.5 ) কাস্টম স্কিনে রান করবে।
Xiaomi Mi 11 Ultra স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 67 ওয়াট ফাস্ট চার্জার এবং 10 ওয়াট ওয়্যারলেস চার্জিং ব্যবহার করা হয়েছে।39 মিনিটে এই ফোনটির ব্যাটারি 100% সম্পূর্ণ চার্জ হয়ে যাবে । এছাড়া বায়োমেট্রিক প্রমাণ করার জন্য এতে একটি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।
ফটোগ্রাফির জন্য,Xiaomi Mi 11 Ultra ফোনের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা। 8k পযন্ত ভিডিও রেকর্ড করা যায়।ক্যামেরাগুলি হল এফ/2.0 অ্যাপারচার 50 মেগাপিক্সেল প্রাইমারী ক্যামেরা ,এফ/4.1 অ্যাপারচার 48 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা এবং এফ/2.2 অ্যাপারচার 48 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে এফ/2.2 অ্যাপারচার 20 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা উপস্থিত।
Xiaomi Mi 11 Ultra ফোনটি তিনটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে 8 জিবি র্যম 128 জিবি স্টোরেজ,12 জিবি র্যম 256 জিবি স্টোরেজ এবং 12 জিবি র্যম 512 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। Xiaomi Mi 11 Ultra স্মার্টফোনের ওজন 234 গ্রাম।
অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ডুয়েল সিম, ফেস আনলক,IP68 ধুলো/জল প্রতিরোধী (30 মিনিটের জন্য 1.5m পর্যন্ত), ইউএসবি টাইপ-সি, ইনফ্রারেড ইত্যাদি।