বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় Poco (POCO M4 Pro) মোবাইল ফোন।এতে রয়েছে 6 GB RAM এবং ইনবিল্ড 128 GB ইন্টারন্যাল স্টোরেজ। Poco M4 Pro -এর বাংলাদেশ দাম 23,000। xiaomi poco m4 pro 5g price in bangladesh-23,000 (পোকো এম4 প্র)
বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Xiaomi Poco ও পিছিয়ে নেই Poco M সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Oppo, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে। Poco M4 Pro একটি ভার্সন বাংলাদেশ বাজারে চলে আসছে 6 GB-128 GB এবং সেই সঙ্গে চারটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে।(POCO M4 Pro)
পোকো এম4 প্র এর স্পেসিফিকেশনঃ
পোকো এম4 প্র ফোনে আছে ৬.৬ ইঞ্চি (১০৮০×২৪১২) পিক্সেল IPS LCD ডিসপ্লে ডিসপ্লে। ৪৫০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং -৯০ হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেট।(POCO M4 Pro)
আরো পরুন- সবথেকে সস্তা স্মার্টফোন Xiaomi Redmi 10A
পোকো এম4 প্র ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 810 প্রসেসর।
পোকো এম4 প্র স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াট ফাস্ট চার্জার। আরো বলা হয়েছে ৫৯ মিনিটে ফুল চার্জ করা যাবে। এছাড়া বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।(POCO M4 Pro)
পোকো এম4 প্র ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড ১১ ভিত্তিক এমআইইউআই ১২.৫(MIUI12.5) কাস্টম স্কিনে রান করবে।
আরো পরুন- Snapdragon 8+ Gen 1 প্রসেসরের সাথে বাজারে আসলো Xiaomi Redmi k50
ফটোগ্রাফির জন্য,পোকো এম4 প্র ফোনের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা।টাইম ল্যাপস, সিনেম্যাটিক ফিল্টার ও অডিও জুম সাপোর্ট করবে ফুল এইচডি পযন্ত ভিডিও রেকর্ড করা যাবে । ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর,৮ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড ১১৯ ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর।এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ।
পোকো এম4 প্র ফোনটি দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ৪ জিবি রেম ৬৪ জিবি স্টোরেজ এবং ৬ জিবি রেম ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। পোকো এম4 প্র স্মার্টফোনের ওজন ১৯৫ গ্রাম
অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ডুয়েল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি, ইনফ্রারেড ইত্যাদি।