Xiaomi Redmi A3 স্পেসিফিকেশন, এর দাম কত?

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় Xiaomi মোবাইল ফোন। এতে রয়েছে 4 GB RAM এবং ইনবিল্ড 128 GB ইন্টারন্যাল স্টোরেজ। Xiaomi Redmi A3 – এর বাংলাদেশ দাম 12,000.00।

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Xiaomi ও পিছিয়ে নেই Xiaomi Redmi সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Oppo, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে। Xiaomi Redmi A3 একটি ভার্সন বাংলাদেশ বাজারে চলে আসছে 8 GB 256 GB এবং সেই সঙ্গে চারটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে।

Xiaomi Redmi A3 এর দাম কত? 12,000.00।

শাওমি রেডমি A3 সম্পূর্ণ স্পেসিফিকেশন:

রেডমি A3 ফোনটি বাংলাদেশের বাজারে তিনটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে (3/4/6+64/128GB) স্টোরেজ। মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ 512 জিবি পর্যন্ত বাড়ানো যাবে। 

শাওমি রেডমি A3 স্মর্টফোন ডুয়াল ন্যানো সিম 6.71 ইঞ্চি ফুল এইচডি প্লাস (720×1650 পিক্সেল) আইপিএস এলসিডি টাচডিসপ্লে রয়েছে।

নিরাপত্তার জন্য এই ফোনে সাইট-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে।

রেডমি A3 মিডিয়াটেক হেলিও জি36 প্রসেসর। ফোনটি অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড14 নির্ভর,এমআইইউআই 14 MIUI দ্বারা পরিচালিত।

Redmi A3 স্মার্টফোনটির পেছনে LED ফ্ল্যাশ লাইট সহ দুইটি ক্যামেরা রয়েছে। 8+ 0.08 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি 5 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 

রেডমি A3 5000 এমএএইচ ব্যাটারি রয়েছে, যা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড।

Redmi A3 ফোনের কানেক্টিভিটি অপশনের মধ্যে সামিল আছে এই ফোনে একটি ব্যাক-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে ,ডুয়াল সিম, ফেস আনলক ইত্যাদি।

Leave a Comment