Yamaha FZS V4:বাংলাদেশে লঞ্চ করল নতুন বাইক এফজেডএস ভার্সন ৪

দেশের বাজারে ইয়ামাহা এফজেডএস সিরিজের নতুন মডেলের মোটরসাইকেল নিয়ে এসেছে ইয়ামাহা বাংলাদেশ ও এসিআই মোটরস। শনিবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ইয়ামাহা এফজেডএস ভার্সন ৪.০ মোটরসাইকেল বাজারজাতকরণের ঘোষণা দেওয়া হয়।

হিরো মোটরসাইকেলের দাম কত ২০২৪?

ইয়ামাহা বাংলাদেশের জনপ্রিয় জাপানীজ মোটরসাইকেল ব্র্যান্ড। সম্প্রতি তারা বাংলাদেশে নতুন মডেলের মোটরসাইকেল নিয়ে এসেছে ইয়ামাহা বাংলাদেশ ও এসিআই মোটরস তাদের জনপ্রিয় মোটরসাইকেল সিরিজ FZS এর নতুন একটি ভার্সন লঞ্চ করেছে। নতুন এই ভার্সনটি হচ্ছে Yamaha FZS V4

এই লঞ্চিং অনুষ্ঠানে ইয়ামাহা এর উর্ধ্বতন কর্মকর্তা সহ এসিআই মোটরস এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসিআই মোটরস এর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সুব্রত রঞ্জন দাস। 

বাংলাদেশে তৈরি হোন্ডা মোটরসাইকেল যাচ্ছে আমেরিকায়

অনুষ্ঠানে এসিআই মোটরসের পক্ষ থেকে জানানো হয়, প্রাথমিকভাবে দেশের বাজারে বাইকটি ৬টি কালারে পাওয়া যাবে, যা অনলাইন প্রি-বুকিংয়ের মাধ্যমেও গ্রাহকেরা কিনতে পারবেন। এই মোটরসাইকেলের দাম ২ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা। অনলাইন প্রি-বুকিংয়ে মিলবে আকর্ষণীয় মূল্যছাড়। 

Leave a Comment