21শে অক্টোবর বাংলাদেশে বাজারে লঞ্চ করবে Royal Enfield

বাংলাদেশ বাইক লাভার দের জন্য রয়েছে সুখবর। চলতি মাসে 21 অক্টোবর বাজারে আসতে যাচ্ছে জনপ্রিয় ব্রান্ড ভারতীয় রয়েল এনফিল্ড মোটরসাইকেল। 

আরও পড়ুনঃ রয়েল এনফিল্ড বাংলাদেশে দাম কত ২০২৪

রয়্যাল এনফিল্ড কোম্পানির মোটরসাইকেলগুলো ভারত সহ বিশ্বের বিভিন্ন দেশে বেশ জনপ্রিয়তা লাভ করেছে। রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলগুলো বর্তমান সময়ে বিশ্বব্যাপী বেশ জনপ্রিয়তা লাভ করছে । বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও ব্যাপক চর্চিত একটি মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড। 350 সিসির বাইক রয়্যাল এনফিল্ড খুব শীঘ্রই বাংলাদেশের মাটিতে দেখা যাবে।

রয়েল এনফিল্ড প্রাইস ইন বাংলাদেশ?

Royal Enfield: বাংলাদেশে রয়্যাল এনফিল্ড বাইকের দাম (সম্ভবত মূল্য) “রয়্যাল এনফিল্ড বুলেট 350 মূল্য: 4,49,990 BDT” এর জন্য ৫ লাখের নিচে শুরু হয়, যা সবচেয়ে সস্তা মডেল। এই বাইকটি বাংলাদেশে আসন্ন বাইক। সবচেয়ে দামি রয়্যাল এনফিল্ড টু হুইলার হল “রয়্যাল এনফিল্ড সুপার মেটিওর 650 মূল্য : 6,59,990 টাকা (সম্ভবত মূল্য)।

আরও পড়ুনঃ দেশের বাজারে ৩৫০ সিসির মোটরসাইকেল

রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ কোন ধরনের বাইক?


Royal Enfield Classic 350 হলো বিখ্যাত ভারতীয় মোটরসাইকেল ম্যানুফ্যাচারার রয়্যাল এনফিল্ডের একটি জনপ্রিয় ক্যাফে রেসার বাইক। রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ একটি ক্লাসিক রেট্রো ডিজাইনের ক্যাফে রেসার টাইপ মোটরসাইকেল।

রয়েল এনফিল্ড কত সিসি?

Royal Enfield Classic 350 হলো ৩৫০ সিসির শক্তিশালী বাইক। সম্প্রতি আরও একটি নতুন মোটরসাইকেল লঞ্চ করেছে সংস্থা। এই বাইকের নাম শটগান 650।

Leave a Comment