Oppo reno7 4g:অপ্প রেন৭ ৪জি Snapdragon 680 ও 90hz রিফ্রেশ রেট প্রসেসর,নজরকাড়া ডিজাইন নিয়ে হাজির হলো Oppo Reno7 4G

oppo reno7 4g price in bangladesh Snapdragon 680 ও 90hz রিফ্রেশ রেট প্রসেসর,নজরকাড়া ডিজাইন নিয়ে হাজির হলো Oppo Reno7 4G

অপ্প রেন৭ ৪জি-Oppo reno7 4g

oppo reno 7 2022,oppo reno 7 price in bangladesh 2022,oppo reno 7 4g price in bangladeshoppo f21 pro price in bangladesh oppo f21 pro price in bangladesh unofficialoppo f21 price in bangladesh 2022oppo f21 pro price in bangladeshoppo f21 pro price in bangladesh 2022oppo f21 pro 5g price in bangladesh oppo 21pro price in bangladesh oppo f21 5g pro price in bangladesh oppo f21 5g price in bangladesh oppo f21 pro 5g price in bangladesh 2020 oppo f21 pro 5g price in bangladesh 2021 oppo f21 pro first look 5g price in bangladesh

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় Oppo মোবাইল ফোন।এতে রয়েছে 8 GB RAM এবং ইনবিল্ড 128 GB ইন্টারন্যাল স্টোরেজ।অপ্প রেন৭ ৪জি-বাংলাদেশি মূল্য 30,000।(অপ্প রেন৭ ৪জি)

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Oppo ও পিছিয়ে নেই Oppo Reno সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Xiaomi, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে। Oppo Reno7 4Gএকটি ভার্সন বাংলাদেশ বাজারে  চলে আসছে  8 GB@128 GB এবং সেই সঙ্গে চারটি বিভিন্ন রঙে(Colour) চলে আসলো।(অপ্প রেন৭ ৪জি)

অপ্প রেন৭ ৪জি Specifications:

Oppo Reno 7 ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 680 প্রসেসর। অপ্প রেন৭ ৪জি  স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4500 এমএএইচ ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জার।(অপ্প রেন৭ ৪জি)

Oppo Reno 7  ফোনে আছে 6.43 ইঞ্চির সুপার অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে । 90 হার্টজ রিফ্রেশ রেট।  আবার অপ্প রেন৭ ৪জি  ফোনে  বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ফেস আনলক ও সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে ও কর্নিং গরিলা গ্লাস 5 প্রটেকশন।

Oppo Reno 7  ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 11  ভিত্তিক ColorOS 12.1 কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির জন্য,Oppo Reno 7 ফোনের পেছনে থাকছে ট্রিপল ক্যামেরা ।ক্যামেরাগুলি হল এফ/1.7 অ্যাপারচার 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড এফ/2.2 অ্যাপারচার এবং 2 মেগাপিক্সেল (ম্যাক্রো)এফ/2.4 অ্যাপারচার । ফুল এইচডি ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি এফ/2.4 অ্যাপারচার 32 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা ।

Oppo Reno 7  ফোনটি 8 জিবি র‌্যম 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি র‌্যম 256 জিবি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এই ফোনের স্টোরেজ 1TB জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

অপ্প রেন৭ ৪জি স্মার্টফোনের ওজন 175 গ্রাম।Oppo Reno 7 Cosmic Black & Sunset Orange কালারে পাওয়া যাবে। 

অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ডুয়েল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি, 3.5 মিমি অডিও জ্যাক,ইনফ্রারেড ইত্যাদি। 

Leave a Comment