পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক 2022

আমরা আজকে দেখাবো কিভাবে সৌদি ভিসা চেক করার নিয়ম। খুব সহজেই শুধুমাত্র পাসপোর্ট এর নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক করতে পারবেন। 

সৌদি ভিসা চেক করার জন্য আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটারে ইন্টারনেট কানেকশন টি অন করে দিবেন । তারপরে যেকোনো একটি ব্রাউজার থেকে enjazit লিখে এন্টার করুন।  

পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

এর পরে নিচের লিংকটি ওপেন করতে হবে Link: enjazit.com.sa অথবা https://enjazit.com.sa । সৌদি আরব ভিসা চেক করার পুরাতন সাইট enjazit.com.sa পরিবর্তন করে নতুন সাইট visa.More.gov.sa এ নেওয়া হয়েছে তাই অনেকেই বুঝতে পারছেন না। এই সাইটে প্রবেশ করতে হবে । উপরের লিংকের এই ওয়েবসাইটটির মাধ্যমে আপনি আপনার সৌদি ভিসা ঠিক আছে কিনা তা চেক করতে পারবেন। পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

ভিসা চেক করুন এবারে আপনার কাছে একটি পেজ ওপেন হবে Find Applicant Data । পেজটি আসার পর আপনি দেখতে পাবেন পেজের উপরের দিকে visa services platform (Enaz) লিখা আছে এবং নিচে আছে find applicat Data আপনি আপনার সকল তথ্য সঠিক দিবেন Passport নাম্বারের জায়গায় আপনার পাসপোর্ট নাম্বার দিবেন ভিসা টাইপে হিসাবে আপনার ক্যাটাগরি আপনার কাজ Work সিলেক্ট করুন।

এবার Current Nationality – Bangladesh দিবেন যদি আপনি জাতীয়তা বাংলাদেশ হয়ে থাকে। আবার Visa Issuing Authority – এইখানে Dhaka দিবেন সেহেতু Saudi Mission in Dhaka হবে তাই ওইখানে Dhaka দিবেন। 

এবার আপনার পেইজে যে Image Code দিতে বলবে কোডটি সঠিক ভাবে বসিয়ে নিচে search অপশনে ক্লিক করুন।পাসপোর্ট নাম্বার দিয়ে সৌদি ভিসা চেক

সৌদি আরব ভিসা চেকিং
সৌদির ভিসা চেক
ভিসা চেক
ভিসা চেক সৌদি আরবে
ভিসা চেকিং
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

আপনার সকল তথ্য ঠিক থাকলে আপনার ভিসার যাবতীয় তথ্য আপনি স্ক্রিনে দেখতে পাবেন আপনি আপনার নাম কোম্পানির নাম ও আপনার সকল তথ্য মিলিয়ে নিবেন।

সৌদি আরব ভিসা চেকিং

সৌদির ভিসা চেক

ভিসা চেক

ভিসা চেক সৌদি আরবে

ভিসা চেকিং

পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক

Leave a Comment