ভিভো Y30 (Vivo Y30) 810 ডাইনামিক প্রসেসর, শক্তিশালী ব্যাটারির সাথে বাজারে আসতে চলেছে Vivo y 30

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় Vivo মোবাইল ফোন।এতে রয়েছে 6 GB RAM এবং ইনবিল্ড 128 GB ইন্টারন্যাল স্টোরেজ। Vivo Y30 ভিভো y30 প্রাইস ইন বাংলাদেশ 18,000। vivo y30 price in bangladesh– 18,000

Vivo Y30 ভিভো y30 প্রাইস ইন বাংলাদেশ

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Vivo ও পিছিয়ে নেই Vivo Y সিরিজ এর ফোনটি Samsung, Oppo,xiaomi কে টক্কর দিতে চলেছে। Vivo Y30 একটি ভার্সন বাংলাদেশ বাজারে  চলে আসছে  6 GB 128 GB এবং সেই সঙ্গে দুইটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে।(ভিভো y30 প্রাইস ইন বাংলাদেশ)

Vivo Y30-Specification:

Vivo Y30 ফোনে আছে 6.58 ইঞ্চির আইপিএস এলসিডি ক্যাপাসিটিভ টাচস্ক্রিন ডিসপ্লে । 

আবার Vivo Y30 ফোনে  বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে ফেস আনলক ও পিছনে  ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাবে।(ভিভো y30 প্রাইস ইন বাংলাদেশ)

Vivo Y30 ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 11 ভিত্তিক Funtouch OS 10 কাস্টম স্কিনে রান করবে।(vivo y 30)

ফটোগ্রাফির জন্য, Vivo Y30 ফোনের পেছনে থাকছে 3 টি ক্যামেরা ।ক্যামেরাগুলি হল এফ/1.8অ্যাপারচার 13 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল ডেপথ শুটার এফ/2.4 অ্যাপারচার, এবং 2 মেগাপিক্সেল (ম্যাক্রো) । ফুল এইচডি রেকর্ডিং করা যাবে। এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি এফ/2.0 অ্যাপারচার 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।

vivo y 30 ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 810 প্রসেসর।

Vivo Y30  স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 10 ওয়াট ফাস্ট চার্জার।

vivo y 30 ফোনটি 6 জিবি রেম128 জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

Vivo Y30 Dazzle Blue / Moonstone White কালারে পাওয়া যাবে। 

Vivo Y30 স্মার্টফোনের ওজন 197 গ্রাম।(ভিভো y30 প্রাইস ইন বাংলাদেশ)

অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ডুয়েল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি, 3.5 মিমি অডিও জ্যাক,ইনফ্রারেড ইত্যাদি। 

Leave a Comment