Google:ভূমিকম্পের পূর্বাভাস দিবে গুগল

(ভূমিকম্পের পূর্বাভাস দিবে গুগল Google ভূমিকম্প গুগল Google ভূমিকম্প বাংলাদেশ))

ভূমিকম্পের পূর্বাভাস দেবার পরিকল্পনা করেছে গুগল। গ্লোবাল নেটওয়ার্কিংয়ের ভ্যালি কমলভ ও ম্যাটিয়া ক্যান্টনো এক ব্লগ পোস্টে গুগল কীভাবে ভূমিকম্প শনাক্ত করেছে, তা প্রকাশ করেছে গুগল। এরইমধ্যে মেক্সিকো ও জ্যা মাইকায় মাঝারি মাত্রার ভূমিকম্প শনাক্ত করে দেখিয়েছে গুগল।  (গুগল Google ভূমিকম্প বাংলাদেশ)

আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে ভয়েস নোট

ভূমিকম্পের নাম শুনলে মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।ভূমিকম্প থেকে বাচার জন্য গুগলে সাচ দিয়ে জানতে পারবে। এমনকি বাংলাদেশে অ্যান্ড্রয়েড মাধ্যমে আথকোয়াক অ্যালাট পদ্বতি চালু করছে গুগল। অ্যাপটি বিনামূল্যে ব্যবহার করতে পারবে। (গুগল Google ভূমিকম্প বাংলাদেশ)

আরও পড়ুনঃ হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস সেকশনে পরিবর্তন আছে

ভূমিকম্পের কিছুক্ষণ আগে সংকেত দিবে এবং কোন জায়গায় হতে পারে কোন জায়গায় কত ঝুঁকিপূর্ণ রয়েছে।অ্যান্ড্রয়েড স্মার্টফোনের সেন্সর ফিচার এবং ভূমিকম্পের বিষয় শনাক্তকরণ জন্য অ্যাক্সেলেরোমিটার ব্যবহার করে। মোবাইল ডিভাইসের মাধ্যমে সতর্ক বার্তা পাবে। ভূমিকম্পের 4.5 মাত্রার থাকলে আপনি  হাতের কাছে স্মার্টফোন মাধ্যমে সংকেত পাবেন। বিশ্বের 180টি দেশের ভূমিকম্পের সম্ভবনা আছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। মানুষের জীবন বাঁচাতে ও মানুষের নিরাপত্তা জন্য করনীয় বিষয়ে আমরা আগে থেকেই গুগলের মাধ্যমে সচেতনতার বাণী পাওয়া যাবে। (গুগল Google ভূমিকম্প বাংলাদেশ)

আরও পড়ুনঃ মেয়েদের ক্রাস Huawei Watch FiT 2 smartwatch

Leave a Comment