রয়েল এনফিল্ড বাইকের কোন মডেলের দাম কত? ছবি সহ দেখে নেই

বাংলাদেশী বাইকারদের জন্য বহুল প্রতিক্ষিত Royal Enfield ফাইনালি দেশের বাজারে লঞ্চ হলো। প্রচন্ড রকম এ্যাগ্রেসিভ প্রাইজিং দিয়ে অলরেডি সবাইকে নতুন করে ভাবতে বাধ্য করছে স্বপ্নের রয়্যাল এনফিল্ড!

আজকে বাংলাদেশে রয়েল এনফিল্ড বাইকের দাম ২০২৪ নিয়ে আলোচনা করবো। Royal Enfield মোটরসাইকেল 2024 বাংলাদেশে।

Royal Enfield Bullet 350 Price in Bangladesh । রয়েল এনফিল্ড মোটরসাইকেল দাম ২০২৪ – ৳410,000.00

রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি মোটরসাইকেল। রয়েল এনফিল্ড বুলেট ৩৫০-এর দাম বাংলাদেশে ৪১০,০০০ টাকা। বুলেট ৩৫০ এ ৩৪৯ সিসি জে-সিরিজ ইঞ্জিন রয়েছে, যা ৬১০০ rpm এ ২০.২ BHP সর্বাধিক শক্তি এবং ৪০০০ rpm এ ২৭ Nm টর্ক উৎপন্ন করে। রয়েল এনফিল্ড বুলেট ৩৫০-মোটরসাইকেলের সর্বোচ্চ গতি প্রায় ১৩০ কিমি/ঘণ্টা এবং মাইলেজ প্রায় ৩৭ কিমি প্রতি লিটার।

Royal Enfield Classic 350 Price in Bangladesh । রয়েল এনফিল্ড মোটরসাইকেল দাম ২০২৪ – ৳405,000.00

রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০ বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি মোটরসাইকেল। রয়েল এনফিল্ড ক্লাসিক ৩৫০-এর দাম বাংলাদেশে ৪০৫,০০০ টাকা। ক্লাসিক ৩৫০ এ ৩৪৯ সিসি জে-সিরিজ ইঞ্জিন রয়েছে, যা ৬১০০ rpm এ ২০.২ BHP সর্বাধিক শক্তি এবং ৪০০০ rpm এ ২৭ Nm টর্ক উৎপন্ন করে। রয়েল এনফিল্ড ৩৫০-মোটরসাইকেলের সর্বোচ্চ গতি প্রায় ১৩০ কিমি/ঘণ্টা এবং মাইলেজ প্রায় ৩২-৩৪ কিমি প্রতি লিটার।

Royal Enfield Hunter 350 Price in Bangladesh । রয়েল এনফিল্ড মোটরসাইকেল দাম ২০২৪ – ৳340,000.00

রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি মোটরসাইকেল। রয়েল এনফিল্ড হান্টার ৩৫০-এর দাম বাংলাদেশে ৩৪০,০০০ টাকা। হান্টার ৩৫০ এ ৩৪৯ সিসির ইঞ্জিন যা প্রায় ২০.২ BHP এবং ২৭ Nm টর্ক উৎপন্ন করে। রয়েল এনফিল্ড বুলেট ৩৫০-মোটরসাইকেলের সর্বোচ্চ গতি প্রায় ১১৪ কিমি/ঘণ্টা এবং মাইলেজ প্রায় ৩৬ কিমি প্রতি লিটার।

Royal Enfield Meteor 350 Price in Bangladesh । রয়েল এনফিল্ড মোটরসাইকেল দাম ২০২৪ – ৳435,000.00

রয়েল এনফিল্ড মেটিওর ৩৫০ বিশ্বজুড়ে অত্যন্ত জনপ্রিয় একটি মোটরসাইকেল। রয়েল এনফিল্ড মেটিওর ৩৫০-এর দাম বাংলাদেশে ৪৩৫,০০০ টাকা। মেটিওর ৩৫০ এ ৩৪৯ সিসির ইঞ্জিন যা প্রায় ২০.2 BHP এবং ২৭ Nm টর্ক উৎপন্ন করে। রয়েল এনফিল্ড মেটিওর ৩৫০-মোটরসাইকেলের সর্বোচ্চ গতি প্রায় ১20 কিমি/ঘণ্টা এবং মাইলেজ প্রায় ৩5 কিমি প্রতি লিটার।

Leave a Comment