রেডমি নোট 11 প্রো প্লাস মোবাইল প্রাইস বাংলাদেশ 2023

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় Xiaomi মোবাইল ফোন।এতে রয়েছে 8 GB RAM এবং ইনবিল্ড 512 ইন্টারন্যাল স্টোরেজ Xiaomi redmi note 11t pro+ এর বাংলাদেশ দাম 27,000।

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় Xiaomi ও পিছিয়ে নেই Xiaomi redmi note সিরিজ এর ফোনটি Vivo, Samsung, Oppo, Realme, iQoo কে টক্কর দিতে চলেছে। Xiaomi একটি ভার্সন বাংলাদেশ বাজারে চলে আসছে  8 GB Ram (128,256,512) GB Rom এবং সেই সঙ্গে  তিনটি রঙে(Colour) চলে আসছে। (শাওমি রেডমি নোট 11প্রো প্লাস মোবাইল বাংলাদেশ প্রাইস)


শাওমি রেডমি নোট 11প্রো প্লাস ফোনে আছে 6.6 Ips LCD Capa, 16m colors। 645 হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং -144 হার্টজ ডায়নামিক রিফ্রেশ রেট।

আবার শাওমি নোট 11প্রো প্লাস ফোনে ফাস্ট পারফরম্যান্সের জন্য,ব্যবহার করা হয়েছে মিডিয়া টেক ডাইমানসিটি 8100 (5 nm)। শাওমি রেডমি নোট 11প্রো প্লাস মোবাইল বাংলাদেশ প্রাইস।


শাওমি রেডমি নোট 11প্রোপ্লাস স্মার্টফোনটিতে পাওয়ার ব্যাকআপের জন্য 4400 এমএএইচ ব্যাটারি এবং 120 ওয়াট ফাস্ট চার্জার আরো বলা হয়েছে 19 মিনিটে ফুল চার্জ করা যাবে। এছাড়া বায়োমেট্রিক প্রমাণ করার জন্য ফোনে সাইড-ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাওয়া যাব l শাওমি রেডমি নোট 11প্রো প্লাস সিস্টেম হিসেবে থাকছে অ্যানড্রয়েড 12   ভিত্তিক এমআইইউআই 13 (MIUI 13) কাস্টম স্কিনে রান করবে।

ফটোগ্রাফির শাওমি রেডমি নোট 11প্রো প্লাস, ফোনের পেছনে থাকছে  ট্রিপল ক্যামেরা।টাইম ল্যাপস, সিনেম্যাটিক ফিল্টার ও অডিও জুম সাপোর্ট করবে 4k পযন্ত ভিডিও রেকর্ড করা যাবে । ক্যামেরাগুলি হল 64 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর,8 মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড 120 ডিগ্রি ফিল্ড অফ ভিউ ক্যামেরা এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা।এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা। 

ফোনটি তিনটি  ভ্যারিয়েন্টপাওয়া  যাবে 8 জিবি রেম 128 জিবি স্টোরেজ এবং 8 জিবি রেম 256 জিবি এবং 8   জিবি রেম 512 জিবি  স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।আবার 2 জিবি ভার্চুয়াল রেম সাপোর্ট করবে। শাওমি রেডমি নোট   11প্রো প্লাস মোবাইল বাংলাদেশ প্রাইস। স্মার্টফোনের ওজন 198 গ্রাম।

অন্যান্য ফিচারের মধ্যে থাকছে ডুয়েল সিম, ফেস আনলক, ইউএসবি টাইপ-সি, ইনফ্রারেড ইত্যাদি। 

Leave a Comment