স্যামসাং গ্যালাক্সি a33 বাংলাদেশ প্রাইস। বাংলাদেশ দাম কত ?

স্যামসাং গ্যালাক্সি A33 5G IP67 water resistant বাজারে নিয়ে আসলো Samsung Galaxy A33 5G ফোন,আরো থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে

বাংলাদেশে লঞ্চ হওয়া একটি জনপ্রিয় স্যামসাং মোবাইল ফোন।এতে রয়েছে 8 GB RAM এবং ইনবিল্ড 128 GB ইন্টারন্যাল স্টোরেজ। স্যামসাং গ্যালাক্সি A33 5G-এর বাংলাদেশ দাম 43,299।

বর্তমান টেক প্রযুক্তির প্রতিযোগিতায় স্যামসাং ও পিছিয়ে নেই স্যামসাং A সিরিজ এর ফোনটি Vivo, Oppo,xiaomi, iQoo কে টক্কর দিতে চলেছে। Samsung Galaxy A33 5G একটি ভার্সন বাংলাদেশ বাজারে  চলে আসছে  8 GB 128 GB এবং সেই সঙ্গে চারটি বিভিন্ন রঙে(Colour) চলে আসছে।

Samsung Galaxy A33 5G Full Specifications:

samsung Galaxy A33 5G  ফোনে আছে 6.4 ইঞ্চি ফুল এইচডি+ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যা 90 হার্টজ রিফ্রেশ রেট । প্রসেসর দেওয়া হয়েছে অক্টা-কোর এক্সিনস 1280। 

কোম্পানির দাবি, samsung Galaxy A33 5G ফোনে 4 বছরের অ্যান্ড্রয়েড এবং 5 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 ওয়ান ইউ আই কাস্টম ইন্টারফেসে রান করবে। 

Samsung Galaxy A33 5G ফোনটি দুইটি ভেরিয়েন্ট পাওয়া যাবে 6 জিবি রেম 128 জিবি স্টোজাব এবং 8 জিবি রেম 256 জিবি স্টোরেজ।মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ১টিবি পর্যন্ত বাড়ানো যাবে। 

Samsung Galaxy A33 5G স্মার্টফোনটির তে পাওয়ার ব্যাকআপের জন্য 5000 এমএএইচ ব্যাটারি এবং 25 ওয়াট ফাস্ট চার্জার ব্যবহার করা হয়েছে। 

Samsung Galaxy A33 5G স্মার্টফোনটি ওজন 186 গ্রাম।

ফটোগ্রাফির জন্য Samsung Galaxy A33 5G ফোনের পেছনে থাকছে 4 টি ক্যামেরা ইউনিটের মধ্যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) 48 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর,একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স, একটি 2 মেগাপিক্সেল ডেপ্থ শুটার,এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা‌।এই ডিভাইসের সামনে সেলফি বা ভিডিও কলিং এর জন্য থাকছে একটি 13 মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকবে। 

Samsung Galaxy A33 5G

আরো পরুন-10 হাজার টাকা রেঞ্জে 5000 এমএইচ ব্যাটারি

আরো পরুন-Snapdragon 680 প্রসেসর সাথে,Gorilla Glass 5 এর সুরক্ষার সাথে লাঞ্চ হল Samsung Galaxy A23

Leave a Comment